গত হস্তায় যখন মোল্লা দোকানে ময়দা কিনতে গিয়েছিলেন তখন কে একজন তার থলি থেকে ময়দা বের করে নিয়েছে।
ক্ষতি উশুল করার জন্য এবারে দোকানে গিয়ে মোল্লা পাশের একজনের থলি থেকে কিছুটা ময়দা বের করে নিজের থলিতে ভরে ফেলেছেন।
পাশের লোকটির চোখ এড়ায় নি । মোল্লাকে এহেন কাজের জন্য কৈফিয়ৎ চাইলো।
"ওহে ভাই, চেপে যাও ব্যাপারট। আমি বোকা গবেট মানুষ, পরের ময়দার সঙ্গে নিজের ময়দার তফাৎট বুঝতে পারিনি, দুঃখিত, ভাই।”
‘তাই যদি হয়, তাহলে নিজের থলি থেকে ময়দা নিয়ে অন্যের থলিতেও তো ভরতে পারতেন!’ গজগজ করে লোকটি।
বাঃ রে, নিজের ময়দার সঙ্গে পরের ময়দার তফাৎ বুঝবো না আমি?—আমি কি এতই হাঁদারাম?
0 coment�rios: