মাঝে মাঝে নাসিরউদ্দিন বলতেন তিনি নাকি সময়-সময় পশুপাখিদের ভাষা বুঝতে পারেন।
বাদশার সঙ্গে একদিন দুজনে প্রাসাদে বসে আছেন এমন ‘ঘু-ঘু’ শব্দে কয়েকটা ঘুঘু ডেকে ওঠে গাছ থেকে।
—‘নাসির, বলতে ঐ ঘুঘুগুলো কাকে কি বলছে?‘
হুজুর ওরা আপনাকেই বলছে, যদি বাদশা তার রাজ্যের প্রজাদের প্রতি অত্যাচারের মাত্রা না কমান, তাহলে তারা দলে-দলে আপনার ভিটেতে চরতে আসবে।’
0 coment�rios: