এদিক-ওদিক গাধার পিঠে ঘুরতে-ঘুরতে ক্লান্ত, ক্ষুধার্ত নাসিরউদ্দিন গাধাটাকে সরাইখানার ধারে বেঁধে, ঢুকলেন সরাইখানায়।
হুকুম মত খাবার আসামাত্রই ক্ষিদের চোটে মোল্লা দু’হাত দিয়ে কাবাব খেতে শুরু করলেন।
বিস্মিত সরাইখানার মালিক মোল্লাকে জিগ্যেস করলেন, ‘মোল্লীজী, তু হাত দিয়ে খাচ্ছেন কেন আজ?
‘কারণ খুব সোজা –তিনটে হাত নেই বলে।’
0 coment�rios: