মোল্লা সরাইখানায় গাল-গল্প জুড়েছেন।—সবাই হাঁ করে শুনছে।
...‘হুম, তারপর বাদশার কাছে যে নতুন ঘোড়াটা এসেছে, সেটাকে কেউ তো বাগে মানাতে পারছে না। ওমরাহ, নাজির, উজির, সেনাপতি, কেউই পারলে না। শেষে বাদশা বললেন— আমার রাজ্যে এমন কি কেউ নেই যে এ ঘোড়াটাকে শায়েস্তা করতে পারে? শুনে আমি উঠে দাঁড়ালাম। শাহেনশাকে সেলাম করে চললুম ঘোড়াটার দিকে। ওহে, এক গ্লাস সুরুয়া দাও তো’—গল্প থামিয়ে সরাইখানার মালিককে হুকুম করেন মোল্লা।
সুরুয়া এলো। তারিয়ে-তারিয়ে খাচ্ছেন তো খাচ্ছেন, শেষ নেই যেন।
উদ্গ্ৰীব শ্রোতাদের একজন গল্পের খেই ধরিয়ে জিগ্যেস করলে— ‘হ্যাঁ, আপনি তো তারপর ঐ তেজী ঘোড়াটার দিকে এগিয়ে গেলেন,
—তারপর?
‘আমিও পারলাম না বাগ মানাতে’– ধীর স্থির স্বরে মোল্লার জবাব।
0 coment�rios: