আর একদিনের ঘটনা। সে লোকটিও এসেছে মোল্লাকে দিয়ে একখানা চিঠি লেখাতে। কি-কি লিখতে হবে সে বলে যাচ্ছে, আর মোল্লাও তেমন-তেমন লিখে যাচ্ছেন।
লেখা শেষ হতে লোকটি এবারে মোল্লাকে অনুরোধ জানায়— "এতক্ষণ তিনি কি লিখেছেন তা যেন মেহেরবাণী করে একটিবার গোড়া থেকে পড়ে শোনান।
মোল্লা চিঠির দিকে অপলকে তাকিয়ে থাকেন বেশ কিছুক্ষণ, অতঃপর পড়তে শুরু করেন,—
‘বন্দেগী আলিসান ভাইসাহেব, এ্যাঁ—এ্যাঁ,-ওহে আর কিছু তো পড়া যাচ্ছে না?—মোল্লার সাফ জবাব।
‘সেকি হুজুর? চিঠিটা তে আপনিই লিখলেন,—অথচ নিজের লেখা পড়তে পারছেন না?
মোল্লা রাগতস্বরে বলেন ‘তুমি তো আচ্ছা বে-আক্কেলে লোক হে, পরের চিঠিতে কি লেখা হচ্ছে, তা জানতে চাইছো?
0 coment�rios: