তাঁর প্রিয় গাধার পিঠে চড়ে মোল্লা বিদেশ ভ্রমণে বেরিয়েছেন। যে দেশে পৌছলেন, সে দেশের লোকেরা মাথামোটা, অর্থাৎ বোকা।
পথে দুজন লোকের সঙ্গে দেখ । অন্যত্র যেমনটি করে এসেছেন,তেমনি ওদের দেখে বলেন- আসসালামো আলয়কুম্।
ওদের দুজনের একজন অন্যকে বলে ‘হ্যাঁরে, লোকটা কাকে নমস্কার জানালো রে? –তোকে না আমাকে?
ধুৎ, তোকে কেন বলবেন? আমাকেই বলেছেন – এই নিয়ে দু’জনের মধ্যে তর্ক শুরু হল, শেষে নিজেদের মধ্যে মারামারি।
শেষে ক্লান্ত হলে পর, ওরা পরম্পর যুক্তি করে বললে,—‘দ্যাখ, খামোখা আমরা মারামারি করলাম। আগন্তুককে জিগ্যেস করলেই তো জানা যাবে—কাকে সালাম জানিয়েছেন।"
একজন এসে মোল্লা নাসিরুদ্দিনকে এ কথা জিজ্ঞেস করায়, মোল্লা বলেন—“তোমাদের মধ্যে যে বেশী বোকা, তাকেই বলেছি।’
‘দেখলি তো, সঙ্গীকে বলে লোকটি, উনি আমাকেই বলেছিলেন।”
ধুৎ, তোর চেয়ে আমি বেশী বোক,—আমাকেই।’
ব্যস, এই নিয়ে শেষে আবার তর্ক, আবার মারামারি শুরু হল!
—দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকেন মোল্লা ।
0 coment�rios: