বাজারে কাপড়ের দোকানে গিয়ে মোল্লার একটা পায়জামা পছন্দ হল। দর-দস্তুরের পর মোল্লাকে সেটি ভাল করে কাগজে জড়িয়ে দোকানদার দামের জন্য অপেক্ষা করতে থাকে।
এহেন সময়ে হঠাৎ ঐ দোকানের একটা অালখাল্লায় নজর পড়ে মোল্লার। মোল্লা দোকানীকে বললেন—‘পায়জামা নেবো না, ঐ আলখাল্লাটাই দিন?
দোকানী পায়জামা রেখে আলখাল্লাটা বেঁধে মোল্লার হাতে দিতেই নাসিরউদ্দিন বাইরে যাবার জন্য পা বাড়ালেন।
সম্ভ্রান্ত লোক মোল্ল। তাই দোকানী তার পিছু গিয়ে বিনীতভাবে বলে, ‘হুজুর, দামটা দেবেন কি?’
‘কি দাম? কিসের দাম?—আকাশ থেকে পড়েন মোল্লা !
‘আজ্ঞে, আলখাল্লার দামটা? –দোকানী বলে।
মোল্লা বলেন -‘তুমি তো পায়জামার বদলে আলখাল্লাই দিলে, তাই না?’
দোকানী তখন আমতা-অমিতা করে বলে—“কিন্তু আপনি তো পায়জামার দামও দেননি।’
‘আচ্ছা বুরবুক তো তুমি! পায়জামা আদৌ নিলুম না, তবু তার দাম চাইছো! ধেত্তেরি!’
—মোল্লা সাহেব গটগট করে দরজা পেরিয়ে যান।
0 coment�rios: