বাজার থেকে একটা কাপড়-কাচা সাবান কিনে এনে মোল্লা গিন্নীকে বললেন, ‘জামাটা বড় ময়লা হয়ে গেছে, কেচে দাও।’
গিন্নী জামাট ভিজিয়ে সাবান দিতে যাবেন, এহেন সময়ে একটা কাক এসে সাবানটা নিয়ে উড়ে গেল।
গিন্নীর চীৎকারে নাসিরউদ্দিন এসে ব্যাপার দেখে-শুনে বলেন— ‘ওটার পেছনে ছুটে কি লাভ? ওর সঙ্গে এটে উঠতে পারবে না, সাবান উদ্ধার হবে না। তাছাড়া চিন্তা করে দেখলুম, কাকটার গায়ের রং আমার জামার চেয়েও ময়লা, কালো কুচকুচে। সাবানট নিয়ে ও-ই ফর্সা হোক অাজ, কি বলো গিন্নী?
0 coment�rios: