সন্ধেবেলা । নির্জন পথে হেঁটে বাড়ী ফিরছেন নাসিরউদ্দিন। পেছনে দূরে ঘোড়ার খুরের শব্দ পেয়ে মোল্লা দেখেন—অনেকগুলো ঘোড়-সওয়ার এদিকে আসছে।
তাঁর কেন যেন মনে হল, লোক গুলো তাকেই ধরতে আসছে। তাই, পাশের এক বাগানবাড়ীর দেয়াল টপকে ওধারে গিয়ে দেখেন —একটা কবরখানা। কি আর করেন, সেই কবরের একপাশে চুপ করে শুয়ে পড়েন।
ওদিকে ঘোড়সওয়ারেরা এক পথচারীর এহেন সন্দেহজনক গতিবিধি দেখে পিছু ধাওয়া করে শেষে পৌছলে ঐ কবরখানায়। তারা মোল্লাকে বিলক্ষণ চিনতো। শেষে জিগ্যেস করে—“মোল্লাজী, আপনি এখানে কেন?
'আরে ভাই, এখানে আমি কেন এলাম, তা জানতে চাও? অামি এসেছি তোমাদের জন্যে। আর তোমরা এলে আমার জন্যে, এই আর কি? –হাসতে হাসতে মোল্লা চলে যান গন্তব্যস্থানে ।
0 coment�rios: