Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

      এক হিংসুক প্রতিবেশী দুষ্টুমি করে একদিন মোল্লার অনুপস্থিতিতে ঘরে ঢুকে মোল্লার লাঠিখানা ভেঙে ছ' টুকরো করে মোল্লা কি করেন, দেখার জন্য...

মোল্লার অভিশাপ - মোল্লা নাসিরউদ্দিন

      এক হিংসুক প্রতিবেশী দুষ্টুমি করে একদিন মোল্লার অনুপস্থিতিতে ঘরে ঢুকে মোল্লার লাঠিখানা ভেঙে ছ' টুকরো করে মোল্লা কি করেন, দেখার জন্য আড়ালে লুকিয়ে রইলো।
      বাড়ী ফিরে লাঠির এ-হেন দশা দেখে মোল্লার খুব দুঃখ হোল— অভিশাপ দিলেন, ‘যে আমার সাধের লাঠি ভেঙেছে—সাত দিনের দিন তার পাও ভাঙবে এইভাবে।’
      মোল্লা যখন এদিক-ওদিক চাইছেন, তখন পালাতে গিয়ে সেই হিংসুক লোকটি পড়লো এক গর্তে, আর তার পাও গেল ভেঙে।
      খোঁড়াতে খোঁড়াতে লোকটি এসে বলে—“এ আপনার কেমন অভিশাপ দেয়া? আপনি এইমাত্র বললেন সাত দিনের দিন আমার পা ভাঙবে, কিন্তু আজ ভাঙলো কেন?—আপনার অভিশাপ তো ফললে না?
      ‘ও, তুমিই সেই পাজী! দেখো হে, তোমার পা আজ যে ভাঙলো, ওটা নিশ্চয়ই অন্যের অভিশাপে হয়েছে। আমার অভিশাপ ফলবে তখনই –যখন তুমি আজকের মতো খুড়িয়ে আসবে না, আসবে হামাগুড়ি দিয়ে। —বুঝলে?

0 coment�rios: