এক প্রতিবেশী প্রায়ই মোল্লাকে বিরসমুখে বলতো, তার জীবনে কোনো উত্তেজনা নেই, সুখ নেই।
শুনে-শুনে মোল্লার মাথায় এক বুদ্ধি এসে যায়। একদিন লোকটি কাঁধের ওপর দামী শালটা নিয়ে বাইরে বেরুচ্ছে, হঠাৎ স্যাঁৎ করে শাল ছিনিয়ে নিয়ে মোল্লা ভোঁ-দৌড়! লোকটি মোল্লার পিছু পিছু এ-গলি ও-গলি ছুটতে থাকে শাল উদ্ধারের জন্য।
শেষে যখন দুজনে এক বাগানের কাছে পৌঁছেছে, তখন মোল্লা লোকটির আসার পথে এক গাছতলায় শালটা ফেলে রেখে গাছের আড়ালে লুকিয়ে রইলেন।
পরিশ্রান্ত হাঁস-ফাঁস করা লোকটির শাল দেখে কি সে আনন্দ! ধূলোবালি ঝাড়তে-ঝাড়তে শালটাকে আনন্দে জড়িয়ে ধরে।
তক্ষুনি গাছের আড়াল থেকে বেরিয়ে মোল্লা বলেন, “কি ভাই, উত্তেজনা আর সুখ কাকে বলে আজি বুঝলে তো?
0 coment�rios: