নাসিরউদ্দিন তার প্রিয় গাধার পিঠে চড়ে নগর পরিক্রম করছেন, এহেন সময়ে দেখলেন—প্রাসাদের চারদিকে উঁচু উঁচু প্রাচীর গাঁথছে রাজমিস্ত্রীর দল।
ঐখানে স্বয়ং প্রধানমন্ত্রীকে উপস্থিত দেখে নাসিরউদ্দিন এহেন প্রাচীর গাথার কারণ জানতে চাইলেন।
মন্ত্রীর উত্তর : ‘এই সামান্ত ব্যাপারটা বুঝলেন না? প্রাচীরের বাইরের কোন চোর ভেতরে ঢুকে চুরি করতে যাতে না পারে, সে জন্যই এ ধরণের উঁচু প্রাচীর তোলা হচ্ছে।’
‘ও, তাই নাকি? তা মন্ত্রীমশাই, ভেতরের চোরেরাই যদি চুরি করে সব সাফ করে ফ্যালে, তাহলে কি হবে?
—মন্ত্রীমশাই নিরুত্তর।
0 coment�rios: