বেগমের বাচ্চা হবে। আসন্ন প্রসবা। বাদশা মোল্লা নাসিরউদ্দিনকে ডেকে বলেন, ‘শুনেছি তুমি জ্যোতিষচর্চাও করো।
‘আচ্ছা বলো দেখি বেগমের ছেলে হবে, না মেয়ে হবে?’
‘হুজুর, ছেলে যদি না হয়, তবে মেয়েই হবে।’
—‘আর যদি মেয়ে না হয়?’
—‘তাহলে নির্ঘাৎ ছেলে না হয়ে যায় না?
‘আচ্ছা বলো তো, ছেলে ভালো, না মেয়ে ভালো?’
‘আজ্ঞে—দুই-ই সমান —মানুষ তো বটে।’
বাদশা বলেন, ‘তুমি একটি বুরবক্। মেয়ে হলে আমার লাভটা কি? পরের ঘরে চলে যাবে। বরং ছেলে হলে তবু সিংহাসনে বসতে পারবে।’
মোল্লা দাড়ি চুমড়ে বললেন,—জাঁহাপনা! আপনার চিন্তার বিন্দুমাত্র কারণ নেই। আপনার সিংহাসন যদি ফাঁকা পড়েও থাকে, প্রজাদের বিন্দুমাত্র মাথাব্যথা ঘটবে না। তারা বরং নিঃশ্বাস ফেলে বাঁচবে?
0 coment�rios: