মোল্লা নাসিরউদ্দিন কোনদিন বাদশা হামাম দেখেন নি। একদিন বাদশা তাকে ডেকে নিয়ে গিয়ে একসঙ্গে দুজনে স্নান করলেন ।
তোয়ালেতে গা মুছতে-মুছতে বাদশা বললেন, ‘মোল্লা, আমার গায়ের রঙখানা দেখেছ —আর স্বাস্থটা! জানো, এ দুনিয়ার এর দাম কতো?
‘হুজুর, কত আর হবে? —বড়জোর দশমুদ্র।
‘সে কি হ ? —মাত্তর দশমুদ্ৰা ! আরে, আমার এই পকেটের সোনার জরির কাজ করা রুমালটার দামই তো দশমুদ্ৰা।’
‘জনাব, আমি তো রুমাল সমেতই আপনার দামটা বলে দিয়েছিলুম ‘
0 coment�rios: