বাদশা নাসিরউদ্দিনকে জিগ্যেস করেন—“আচ্ছা মোল্লা সাহেব, তুমি তো-তোমার খ্যাতনামা গাধার পিঠ চড়ে সারা রাজ্যটা ঘুরে বেড়িয়েছ। আচ্ছা, বলো তো, আমার প্রজাদের কাছে সবচেয়ে শুভদিন কোনটা?
নাসিরউদ্দিনের বিনীত উত্তর,—‘জাঁহাপনা, সে শুভদিন এখনো আসেনি। আসবে সেদিন, যেদিন আপনি বেহেস্তে যাবার সুযোগ পাবেন।’
0 coment�rios: