এক রাত্তিরে নাসিরউদ্দিনের ঘরে তো চোর ঢুকেছে! বৌ গেছেন বাপের বাড়ী। একা নাসিরউদ্দিন চুপচাপ শুয়ে শুয়ে দেখতে থাকেন চোরের কাণ্ডকারখানা মুখে-চোখে লেপ ঢাকা দিয়ে মরার মত পড়ে।
শেষে চোরটা যখন রান্নাঘরে বাসন-কোসন খুঁজতে গেলো, তখন সুযোগ বুঝে খাটের তলায় ঢুকে পড়েন মোল্লা।
–চোরটা রান্নাঘরে বা শোবার ঘরে কিস্যু না পেয়ে রাগে গজগজ করতে থাকে। শেষে খাটের তলায় ঢুকে নাসিরুদ্দিনকে দেখতে পেয়ে-ঘাড় ধরে হিড়হিড় করে টেনে আনে।
চোর রাগতস্বরে বলে—‘এই ব্যাটা, খাটের নীচে কেন?
‘কেন ?—লুকিয়েছি লজ্জায়।
‘লজ্জায়? চোর অবাক হয়—"লজ্জা কিসের?
বাঃ রে। এত কষ্ট করে আমার বাড়ী এসে কিস্যু যদি না পাও, তবে লজ্জা পাবো না!”
ভুল বাড়ীতে আসার জন্য অতঃপর চোরও লজ্জায় পালিয়ে যায়।
0 coment�rios: