গজল গান শেখার ইচ্ছে হোল নাসিরউদ্দিনের। বাদশার সভার এক বড় ওস্তাদের কাছে গিয়ে আর্জি পেশ করেন নাসিরউদ্দিন। ওস্তাদ বললেন, ‘আমি তো কাউকে বিনা পারিশ্রমিকে গান শেখাই না।’
“কত পারিশ্রমিক চান ওস্তাদসাহেব।’
‘প্রথম মাসে পাঁচ মুদ্রা, দ্বিতীয় মাসে তিন মুদ্রা, তৃতীয় মাসে এক মুদ্রা, আর চতুর্থ মাস থেকে কিছুই লাগে না।
বেশ, আপনি তাহলে আমাকে চতুর্থ মাস থেকেই শেখানো শুরু করুন।’
0 coment�rios: