খাবারের পাতে গাজরের তরকারী খেয়ে বাদশার খুব ভালো লাগলো। বাবুর্চিকে বললেন,—রোজ গাজরের তরকারী রাঁধতে। পাশে বসে নাসিরউদ্দিনও খাচ্ছিলেন। বাদশা বললেন—“গাজরের মতে জিনিস দুনিয়ায় কিচ্ছু নেই—কি বল নাসিরউদ্দিন ?
‘হুজুর যা বলেছেন—গাজর হোল দুনিয়ার সেরা খাবার।'
কিন্তু ক’দিন ধরে দু’বেলা গাজর খেয়ে-খেয়ে বাদশার ঘেন্না ধরে গেল গাজরে।
সেদিন পাতে গাজর আসতেই বাদশা বলেন—‘কেন যে লোকে এই অখাদ্য গাজর খায়, কে জানে!’
‘যা বলেছেন হুজুর’—নাসিরউদ্দিন বলেন, —‘গাজরের মতন বাজে জিনিষ দুনিয়ায় নেই।’
‘সে কি নাসিরউদ্দিন, ঐতো সেদিন, এমন কি গত কালও বলেছ গাজর সবার সেরা খাবার ?”
‘হুজুর, আমি আপনার চাকর । আমি তো গাজরের চাকর নই।’
0 coment�rios: