নাসিরুদ্দিনকে বাদশার আদেশে কাজী করা হল স্থানীয় আদালতে।
তার পরদিন থেকে নাসিরউদ্দিনের বাড়ীতে সে কী ভিড়, কেউ এসেছে ধন্যবাদ জানাতে, কেউ নিয়ে এসেছে ভেট ।
বাদশা একদিন নাসিরকে বলেন—“দেখলে তো, তুমি কাজী হতে সবাই গর্ব অনুভব করছে। এখন তোমার কত বন্ধু!
নাসিরুদ্দিন মুখ শুকনো করে জবাব দেন, ‘জাঁহাপনা, এখন অনেক বন্ধু আমার, এই বললেন, না? আমার সত্যিকারের বন্ধু ক'জন তা জানা যাবে, যখন আমি ঐ কাজীর পদে থাকবে না।’
0 coment�rios: