বাদশার জন্মদিন। খালি হাতে যেতে নেই, তাই মোল্লা তার ক্ষেতের কিছু সিম ভেটস্বরূপ নিয়ে চললেন।
পথে এক বন্ধুর সঙ্গে দেখা হতে বন্ধু উপদেশ দিলেন—‘বাদশার ভেট সিম? ছিঃ-ছি, তার চেয়ে কিছু ডুমুর নিয়ে যাও, খুব উপকারী খাদ্য ।”
অগত্যা বাজার থেকে কিছু ডুমুর কিনে নাসিরউদ্দিন বাদশাকে উপহার দিলেন।
বাদশা তো খুব খুশী । বললেন—‘মাঝে-মধ্যে এ ধরণের ফল উপহার আনলে খুশী হবো।’
উংসাহিত নাসিরউদ্দিন এর পরদিন ছুটে বুনো নারকেল নিয়ে দরবারে হাজির।
সেদিন বাদশার মেজাজ ভাল ছিল না। দুটো বুনো নারকেল ছুড়ে মারলেন নাসিরউদ্দিনের গায়ে ।
মেঝে থেকে উঠে গায়ের ধূলো ঝেড়ে মোল্লা বাদশাকে কুর্নিশ করতে-করতে বললেন,—‘এখন বুঝতে পারছি—কেন রাজাবাদশার কাছে হালকা জিনিস নিয়ে যেতে হয়। আহা, বুনো নারকেলের বদলে যদি সেদিনকার মত সিম বা
ডুমুর আনতুম!
0 coment�rios: