মোল্লার শ্যালকের বিরুদ্ধে তার এক প্রতিবেশী নালিশ করেছে ক’বস্তা গমের দামের গোলমাল নিয়ে।
শ্যালক জানে, মোল্লা নাসিরউদ্দিন বাদশার দরবারের এক গণ্যমান্য লোক । অতএব সে যদি শ্যালকের অনুকূলে সাক্ষ্য দেয় তবে তার শাস্তি হবে না ।
কিন্তু নাসিরউদ্দিন আদৌ মিথ্যে সাক্ষ্য দিতে রাজী নন । শেষে বৌয়ের ধমকানিতে আদালতে সাক্ষ্য দিতে গেলেন ।
বিচারের দিনে কাঠগড়ায় উঠে গমের বস্তার কথা বেমালুম ভুলে গিয়ে জেরার উত্তরে বারংবার ময়দার বস্তার উল্লেখ করতে থাকেন নাসিরউদ্দিন ।
কাজী তা লক্ষ্য করে মোল্লাকে ধমক দেন-কেসটা তো গমের বস্তার, আপনি গোড়া থেকেই ময়দার বস্তা বলে যাচ্ছেন কেন?’ ‘হুজুর, মিথ্যেই যদি বলতে হয় তবে ময়দা বস্তার সম্বন্ধে বলাও যা, গমের বস্তার সম্বন্ধে বলাও একই কথ। । কি বলেন আপনি?’
0 coment�rios: