বাদশার দরবারে নাসিরউদ্দিন গেলেন ইয়া বড় মাথাভারী এক পাগড়ী পরে। বাদশা তো পাগড়ীর প্রশংসায় পঞ্চমুখ। জিগ্যেস করেন,—‘পাগড়ীতে কত পড়লো হে নাসিরউদ্দিন?’
‘অজ্ঞে, হাজার মোহর মাত্র।’
একজন উজীর রাজার কানে-কানে বলেন,—“ঐ পাগড়ীর জন্য হাজার মোহর খরচ করা বোকামি ছাড়া কিছু নয়।’
তাই বাদশাও বলেন নাসিরউদ্দিনকে, ‘দেখ বাপু, পাগড়ীর দাম এক হাজার মোহর জীবনেও শুনিনি। এ দুনিয়ায় তুমি ছাড়া অার কোন বোকা এটা কিনতে পারে?
‘হুজুর, এ দুনিয়ায় আপনি ছাড়া সমঝদার আর কে আছে? আপনি দাম দেবেন বলেই তো আমি এটা কিনলুম।
0 coment�rios: