এক বেড়ালের কানে গেছে-এক চাষীর খামারে কিছু মুরগীর অসুখ করেছে। সে তখন এক থলে ভর্তি যন্ত্রপাতি নিয়ে ডাক্তার সেজে সেই খামারে হাজির হয়ে বাইরে থেকেই মুরগীদের উদ্দেশ্যে বললে, এই, তোমরা এখন কেমন আছ? - -
উত্তর এল-তুমি এখান থেকে দূর হলেই আমরা খুব ভালো থাকব।
উপদেশ: পাজী লোকেরা সাধু সেজে এলেও বুদ্ধিমানের চোখে ধূলো দিতে পারে না।
0 coment�rios: