কৈশরে মৌলভীর কাছে বীরবল ফারসী শিখতে গিয়েছিলেন। একদিন পড়া বলতে না পারায় মোগড়ী সাহেব তার উপর খুব রেগে গেলেন। বললেন, জানো তোমার বয়সে বাদশা হুমায়ুন প্রতিদিন দশ ঘণ্টা করে লেখা-পড়া করতেন, আর তুমি ?
বীরবল সবিনয়ে জানাল— জ্বী আপনার মতো বয়সে হুমায়ুন বাদশা হয়ে ভারত শাসন করেছিলেন, আর আপনি আমাদের মতো ওঁছা ছাত্রদের ভাঙা মাদ্রাসায় বসে পড়াচ্ছেন?
0 coment�rios: