Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

একবার নাসিরউদ্দিন তার আটপৌরে সাদাসিধে পোষাকে বন্ধুর বাড়ী নেমন্তন্ন খেতে গেছেন । বন্ধুর রাগ হোল ঐ ছেঁড়া-ময়লা পোষাক দেখে. --অন্যেরা কি ভাবব...

পোশাকের ব্যবহার -- মোল্লা নাসিরউদ্দিন

একবার নাসিরউদ্দিন তার আটপৌরে সাদাসিধে পোষাকে বন্ধুর বাড়ী নেমন্তন্ন খেতে গেছেন । বন্ধুর রাগ হোল ঐ ছেঁড়া-ময়লা পোষাক দেখে. --অন্যেরা কি ভাববে। তাই নারিউদ্দিনকে অপমান করে তাড়িয়ে দিলে ।
বাড়ী ফিরে এসে নসিরুদিন বাদশার উপহার দেয় এক জমকালো পোষাক তোরঙ্গ থেকে বের করে গায়ে চড়ালেন,-চললেন সেই বন্ধুর বাড়ী।
বন্ধুকে তাড়িয়ে অবশ্য বন্ধুর অনুতাপ হয়েছিল। তাই নাসিরউদ্দিনকে আসতে দেখে খুব আদর-আপ্যায়ন করে খাবার টেবিলে বসালে।
সবাই যখন খাওয়া শুরু করল তখন নসিরুদিন খাবারগুলোকে জামার পকেটে আর হাতায় ঢোকাতে ঢোকাতে বলেন—'খাও পোষাক, ভালোভাবে খাবারগুলোকে খাও।”
সবাই অবাক বিস্ময়ে নাসিরউদ্দিনের দিকে তাকাতে মোল্লার কৈফিয়ৎঃ যাকে দেখে এত খাতির, সেই জমকালো পোষাককেই খাবার দেয়া উচিত নয় কি ?

0 coment�rios: