Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

এক বাড়িতে বড় ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। তাই দেখে বেড়াল - সেখানে গিয়ে তাদের একে একে ধরে খেতে লাগল। পর পর কয়েক দিন এই রকম হতে দেখে ভয় পে...

একবারের ধাক্কা খেয়েই শিক্ষা

এক বাড়িতে বড় ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। তাই দেখে বেড়াল - সেখানে গিয়ে তাদের একে একে ধরে খেতে লাগল। পর পর কয়েক দিন এই রকম হতে দেখে ভয় পেয়ে যে সব ইঁদুর তখনও বেঁচে ছিল তারা গিয়ে তাদের গর্তের ভেতর লুকালো ! বেড়াল তখন ত আর তাদের ধরতে পারে না, তাই খেতেও পারে না ।
অনেক ভেবে ভেবে সে তখন ফন্দি বের করলঃ পাশের এক দেয়ালের উপর উঠে  মরার মত পড়ে রইল।
এক ইঁদুর তাদের গর্ত থেকে উঁকি মেরে তাকে এই অবস্থায় দেখে বলে উঠল, ও দাদা, তোমার ও চালাকিতে ভুলছি নে আমি, তুমি মরা সেজে  পড়ে থাকলেও আমি তোমার কাছে ঘেঁষছি না।

উপদেশ: যারা দেখে দেখে সেয়ানা হয়েছে তারা কখনও শত্রুর ছলচাতুরীতে ভোলে না ।

1 টি মন্তব্য: