একদিন বাদশা তার দরবারে বসে নসিরুদ্দিনকে বললেন, ‘সবাই নাকি তোমাকে জ্ঞানী বলে, বলো তো মানুষের কাছে সবচেয়ে দামী জিনিষ কী ?
এটা তো অতি সহজ কথা । মানুষের কাছে সবচেয়ে দামী, উপদেশ ?
‘বাঃ মোল্লা, এবারে বল দেখি মানুষের কাছে সবচেয়ে মূল্যহীন কি জিনিষ ?’
'আমার মতে এর উত্তর একই-উপদেশ’, মোল্লা বলেন ।
বাদশা তখন ঠাট্টার স্বরে বলেন– একই বস্তু একই সঙ্গে কি করে মূল্যবান আর মুল্যহীন হয় ?
‘হুজুর, আমার উত্তরে বিন্দুমাত্র ভুল নেই। উপদেশ মেনে চললেই মূল্যবান, আর না মানলেই তার দাম এক কানাকড়িও নয়।’মোল্লার কথায় সবাই খুশী হলেন সেদিন ।
0 coment�rios: