Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

নাসিরউদ্দিনের মেয়েটি তখন ছোট, সে গেছে দূরের ঝর্ণা থেকে কলসী ভরে জল আনতে । মেয়ে যাচ্ছে, এমন সময় মোল্লা কোত্থেকে ফিরছিলেন । মেয়েকে কলসী কা...

ভাঙা কলসি কি জোড়া লাগবে? -- মোল্লা নাসিরউদ্দিন

নাসিরউদ্দিনের মেয়েটি তখন ছোট, সে গেছে দূরের ঝর্ণা থেকে কলসী ভরে জল আনতে ।
মেয়ে যাচ্ছে, এমন সময় মোল্লা কোত্থেকে ফিরছিলেন । মেয়েকে কলসী কাঁখে দেখেই এক থাপ্পড় মেরে বললেন – খবরদার কলসী যেন না ভাঙে '।
গালে চড় খেয়ে মেয়েটা কঁদিতে শুরু করলো। রাস্তার লোকজন জড়ো হোল । সবাই মোল্লাকে তিরস্কার করতে থাকে বিনাদোষে ঐটুকু বাচ্চাকে চড় মারার জন্য ।
তাদেরকে আশ্বস্ত করে মোল্লার জবাব –‘আমি তো ঠিকই করেছি। আগে থেকে চড় মেরে সাবধান না করলে কলসী ভাঙার পর সাতটা চড় মারলে কি ভাঙ্গা কলসী জোড়া লাগতে ভাইসব ?

0 coment�rios: