Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

নসিরুদ্দিন মোল্লা সরকারের গাড়ীতে উঠেছেন । উটের গাড়ি । চড়লেই ভাড়া দিতে হয় । গাড়ীর তথাকথিত পরিচালক ভাড়া চাইল । নসিরুদ্দিন তৎপরতার সঙ্গে...

প্রমাণ করুন আপনিই মোল্লা সাহেব

নসিরুদ্দিন মোল্লা সরকারের গাড়ীতে উঠেছেন । উটের গাড়ি । চড়লেই ভাড়া দিতে হয় ।
গাড়ীর তথাকথিত পরিচালক ভাড়া চাইল । নসিরুদ্দিন তৎপরতার সঙ্গে নামতে যাচ্ছেন, অমনি পরিচালকটি তাঁর জামার আস্তিন চেপে ধরে –‘ভাড়া না দিয়ে নেমে যাওয়া চলবে না।’
বাঃ রে, আমি হলাম খোদ বাদশার বিদুষক । আমার ভাড়া মকুব ।’
ত, আপনিই যে মোল্লা নসিরুদ্দিন, তার প্রমাণ কি ?
মোল্ল বললেন, 'আপনি আমাকে গাড়ীতে উঠতে দেখেছেন ?
“নিশ্চয়ই ।”
আপনি আমাকে চেনেন ?
'না।’
তাহলে কি করে জানলেন আমিই নেমে যাচ্ছি ।"
ঠিক আর একবার, এ ধরনের ঘটনা ঘটেছিল। মোল্লা গেছেন তাঁর সরকারী সাহায্যের (যাকে ভাতা বলে ) টাকা তুলতে।
কোষাগারের লোকের দুষ্টুমি আর বললে—প্রমাণ করতে পারবেন আপনিই নসিরুদিন ?
ঝটিতি ঝোলা থেকে একটা আয়না বের করে মোল্লাসাহেব নিজের চেহারা দেখে নিলেন ।
হ্যা ভাই –এর ভেতর যে আছে, সে আমিই। শ্ৰীমান শ্ৰীযুক্ত নসিরুদ্দিন মোল্লা। বিন্দুমাত্র ভুল বের করুন দেখি ?

{--মোল্লা নাসিরউদ্দিন}


0 coment�rios: