গুটি ছয় পায়রা ও গুটিকত হাঁস রে,
আমাদের ঘরে করে একসাথে বাস রে।
আসে কাক এক ঝাঁক
করে খুব হাঁক ডাক।
কোকিলের কনসার্ট শুনবি তো যাস রে।
দল বেঁধে টুনটুনি আসে হেথা চরতে
বাবুইরা তালগাছে লাগে বাসা গড়তে।
বেনেবুড়ি মারে ডুব
পুণ্যটা করে খুব,
ফিঙে আসে বেছে বছে শুয়োপোকা ধরতে।
ঝাঁক বেঁধে বনটিয়া, কভু আসে মুনিয়া
বলাকার সারি শেষ হয় নাকো গুনিয়া
উড়ে বাজপক্ষী
কত যেন লক্ষী!
চঞ্চুর জোরে ভাবে জিতবে সে দুনিয়া।
মাধবীর শাখে বাঁধে মৌমাছি চাক রে
করে মধু গুঞ্জন গুন হুন ডাক রে
কখু আসে চন্দনা
গেয়ে যায় বন্দনা
টাক সোনা ডাক শুনে লেগে যায় তাক রে। (সংক্ষেপিত)
[-- কুমুদরঞ্জন মল্লিক]
Thank you..
উত্তর দিনমুছুন