আয় বৃষ্টি হেনে
ছাগল দেব মেনে,
বোমা যাবে ডুবে
ডাকাতের দল উবে।
আয় বৃষ্টি হেনে
ধান বিচালি মেনে
জবাব দেব বোমায়
ডাকাত যেথা ঘুমায়।
আয় বৃষ্টি হেনে
চারকা দেব মেনে
বোমা যাবে ফেঁসে
এদেশ সর্বনেশে।
আয় বৃষ্টি হেনে
পরমায়ু দেই মেনে,
কামান দাগায় বাজে
চোরা পালায় লাজে।
উড়ে জাহাজ নোঙর তোল
ডাকাত ডিঙির ফাটক খোল
এগিয়ে চলি হুঁশিয়ার
তিরিশ কোটির হাতিয়ার
ঘরের ছেলে ঘরেই যা,
দো-দো আনা ভাত ঘরেই খা
ছ’পণ ছ’কুড়ি
নিয়ে পালায় বুড়ি
বৃষ্টি আসে হেনে
সব দিয়েছি মেনে।
[-- বিষ্ণু দে]
0 coment�rios: