লাল সিং নীল সিং খেলছিল বকসিং
লাল বলে নীল তোর গায়ে বড় বেশি জোর।
নীল বলে ধুত্তোর-- চালাকিটা জানি তো,
ওই বলে খুশি করে ফাঁক তালে মার জোরে
লাল বলে এই নাও এ ঘুঁসিটা সামলাও
ওকি ভাই--কুপোকাত-- একেবারে ধূলিসাৎ
এক-দুই-তিন... চার উঠে পড় এইবার
পাঁচ-ছয-সাত...আট ওরে বাছা ষাট ষাট
নয়... দশ থামলাম তোর কাছে জিতলাম।
হাতে হাতে দাও ভাই -- রাগ পুষে লাভ নাই।
[-- সুধীর খাস্তগীর]
0 coment�rios: