Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

আজবও নয়, গুজবও নয় সত্যি কথাই বটে, এই জগতে মজার ব্যাপার কতো কিছু ঘটে। হাতীর সাথে চলেন মাহুত দেড় আঙুলের নাতি, কোলা ব্যাঙের বাচ্চারা সব ফুটিয়ে ...

নাকের ডগায়

আজবও নয়, গুজবও নয়
সত্যি কথাই বটে,
এই জগতে মজার ব্যাপার
কতো কিছু ঘটে।
হাতীর সাথে চলেন মাহুত
দেড় আঙুলের নাতি,
কোলা ব্যাঙের বাচ্চারা সব
ফুটিয়ে রাখে ছাতি।
বাঘের সাথে ঘোরেন ফেরেন
ফেউটা বিরাট কতো,
হায়েনারা সব ডাকলে শোনায়
আজব হাসির মতো।
নিয়ন বাতি জ্বালায় মাছে
গভীর সাগর তলে
শুক্তি নামক প্রাণীর খোলে
মুক্তো কেমন ফলে।
তবুও কেউ শুনছে কি 
আজব কোন হাটে,
ঘোড়া ভ্যাড়া কাৎলা পুঁটি 
এক দামেতেই  কাটে।
আজবও নয় গুজবও নয়
সত্যি কথাই বটে,
দেখছি চেয়ে ব্যাপাটা যে
নাকের ডগেই ঘটে!

[-- হাবীবুর রহমান]

0 coment�rios: