আয়রে পাখি হরবোলা
দোল দিয়ে যা দে দোলা
খোকার মুখে ফুটলে হাসি
পারবি খেতে গুড় ছোলা।
আররে পাখি বুলবুলি
গান গেয়ে যা মুখ তুলি
খুকির মুখে ফুটলে হাসি
পারবি খেতে ক্ষীর পুলি।
আয়রে পাখি ময়না
নাচবি ঘুরে আয় না
হাঁটি হাঁটি করলে খোকা
পরতে পাবি গয়না।
আয়রে পাখি টিয়ে
টুনটুনিকে নিয়ে
রাঙা শাড়ি পরতে পাবি
খুকির হলে বিয়ে।
[-- কার্তিকচন্দ্র দাশগুপ্ত]
0 coment�rios: