রামু বলল, “ওরে ব্বাবা,
দেখে এলাম বাঘের থাবা!”
শামু বলল, “কোনখানে রে?”
রামু বলল, “হাত পা নেড়ে,
“ক্যানিং থেকে খানিক দূরে
ঘুরছিল সে মানিকপুরে।
যেমন হাঁ তার তেমনি থাবা
ওরে ব্বাবা, ওরে ব্বাবা!”
মানিকপুরের থেকে শামু
ঘুরে এসে বলল, “রামু,
বাঘের গপ্পো ফেঁদে পাড়ার
লোকগুলোকে হাসস নে আর।
বাঘ ভেবেছিস তুই যাকে সে
কালকে গেল ব্রহ্মদেশে
শাথায় দিয়ে শোলার টুপি,
ব্যাঘ্র নয় সে, বহুরূপী।”
[--নীরেন্দ্রনাথ চক্রবর্তী]
0 coment�rios: