আয় ঘুম, আয় ঘুম,
বৃষ্টির মত আয় রুম ঝুম ঝুম।
আয় মেলে প্রজাপতি পাখনা
যাক ছেয়ে চারদিকে যাক না
খুকুর কপালে দাও কুমকুম
খোকনেরে চুম।
বনে ঘুমোয় বাঘ
নদীতে কুমির,
ঘুম যায় রাজারানী উজির আমির
ঘুম এল ঘুম এল ময়নামতীর
ঘুম ঘুম কুয়াশায়
সব নিঃঝুম।
বক বক বকে যাক
ঘড়ি খামখেয়ালে,
টকটক টিকটিক
ডাকুক না দেয়ালে।
পোল দিয়ে বোল তুলে
রেল যায় ঐ--
গুম গুম গুম।।
[--গোবিন্দ চক্রবর্তী]
0 coment�rios: