বণিক প্রভু! মহাপ্রভু!
নতুন বছর আসল তবু
নেইকো ঘরে খুদের গুঁড়ো, নেইকো কড়ি,
কেমন করে তোমায় রাজা তোয়াজ করি?
না হয় হলাম দীন ভিখারি,
শূণ্যহাতে তোমার কাছে আসতে পারি?
এনেছি তাই তোমার ঘরেই তৈরী নাড়ু নতুন ভাবে
মহাপ্রভু, গরম বোমার লাড্ডু খাবে?
গরুর হাড়ে মানুষ হাড়েও অবিকৃত
তোমার মাড়ি কঠিন হল কঠিনতর,
এনেছি তাই বারুদ-রুটি রাশীকৃত
মহাপ্রভু আহার করো, আহার করো!
[-- দিনেশ দাস]
0 coment�rios: