রাজারে রাজা-- এ কেমন সাজা
উঠতে গেলে বসতে বলিস
বসতে গেলে ছুটতে।
হরিণ হয়ে ছুটি যদি
বলিস তখন উঠতে।
হাতে পায়ে শিকল দিলি
কেমন করে উড়বো।
বুকে জ্বালা মুখে তালা
কেমনে মুখ খুলবো!
মা বলেছে মরার কালে
ফসল ভালবাসতে
ধান করেছি সোনার বিলে
তোমার হাতে কাস্তে।
লালকে বলিস কালো রাজা
নীলকে বলিস লাল।
মিষ্টিকে তুই তেতো বলিস
টককে কেন ঝাল?
ভাই মেরেছিস-- বোন মেরেছিস
কেমন করে হাসবো
এবার যদি হাসেত বলিস
বজ্র নিয়ে আসবো।
[--মাহবুব উল আলম চৌধুরী]
0 coment�rios: