ঘুমিযে যখন থাকি
মায়ের চুমা ফুটিয়ে তোলে
আমার দু’টি আঁখি।
হাসলে আবার চুমা--
থাকলে জেগে চুমা দিয়ে
বলেন, “খুকু ঘুমা।”
কাঁদলে আমি পরে
চুম চুমা চুম ধারার মত
অমনি চুমা ঝরে।
নাই তো চুমার শেষ,
উঠছে চুমা, বসতে চুমা
চলছে মজা বেশ।
[-- যোগীন্দ্রনাথ সরকার]
ঘুমিযে যখন থাকি মায়ের চুমা ফুটিয়ে তোলে আমার দু’টি আঁখি। হাসলে আবার চুমা-- থাকলে জেগে চুমা দিয়ে বলেন, “খুকু ঘুমা।” কাঁদলে আমি পরে চুম চুমা চু...
Cress arugula peanut tigernut wattle seed kombu parsnip. Lotus root mung bean arugula tigernut horseradish endive yarrow gourd. Radicchio cress avocado garlic quandong collard greens.
0 coment�rios: