ব্যাঙদের কোন রাজা নেই বলে তাদের মনে বড় দুঃখ। একদিন তারা দলবদ্ধ হয়ে দেবতা জিউসের কাছে গিয়ে হাত জোড় করে বলল, প্রভু আমাদের শাসন করবার কেউ নেই, কোন রাজা নেই, একজন রাজা দিন আমাদের।
এরা বড় নিরীহ জীব দেখে জিউস বেশ বড় একখানা কাঠ পুকুরে ফেলে দিয়ে বললেন, এই নাও তোমাদের রাজা।
কাঠখানা ছপাৎ করে জলে পড়ার শব্দ শুনে ভয় পেয়ে ব্যাঙেরা প্রথমে জলের নিচে দিল ডুব। কিন্তু সেটা কিছুই করে না দেখে ভয় কেটে যেতে তারা এর কাছাকাছি এল। তাতেও কিছু করে না দেখে কাঠটার উপর উঠে নিাচানাচি শুরু করল। কাঠ তাতেও নীরব নিশ্চল।
ধুত্তোরি--এটা কি আবার একটা রাজা, চলো আবার যাই আমরা জিউসের কাছে।
এবার কিন্তু জিউস তাদের আপত্তি শুনে ভীষণ রেগে দিয়ে পাঠালেন একটা জলঢোঁড়া সাপ তাদের পুকুরে। সাপটা এসেই এক একটা করে ব্যাঙ ধরে খেতে শুরু করে দিল।
উপদেশ: বুদ্ধিমান নিকৃষ্ট ঠক বন্ধুর চেয়ে নিরীহ অলস বন্ধু অনেক ভালো।
0 coment�rios: