দিন শেষ হয়ে এসেছে, একটু পরেই সূর্য অস্ত যাবে, এমন সময় এক নেকড়ে নির্জন পথে যেতে যেতে দেখে পাশেই তার নিজের দেহের ছাড়া পড়েছেঃ আরে,--আমি এত বড়, এত লম্বা! এসে যে দেখছি প্রায় ত্রিশ গজের মত আমার দেহ! আর হাসির কথা-- এত জমকালো দেহ থাকতে সিংহকে আমি ভয় করে চলি! আর না, এবার থেকে আমিই হব বনের রাজা, সব পশুদের রাজা!
নেকড়ে যখন নিজের গৌরবে মত্ত হয়ে এই রকম ভাবছে তখন পাশের বন থেকে হঠাৎ এক সিংহ এসে লাফিয়ে পড়ে তাকে ফেলে দিয়ে খাবার জন্য তার উপর বসল।
ভুল ধরা পড়ল এবার নেকড়ের। সে অনুশোচনা করে তখন নিজের মনেই বলল, হায়, মিছে অহংকারই আমার এ মরণ ডেকে আনল।
উপদেশ: নিজের শক্তি সম্বন্ধে ভুল ধারনা অনেক সময় পতনের কারন হয়ে দাঁড়ায়।
0 coment�rios: