এক বেজি আর এক সাপ খাদ্যের খোঁজ করতে করতে একটা ইঁদুরের গর্তের সামনে এল। কিন্তু তোমরা তো জানই। সাপ আর বেজির মধ্যে কখনও মিল হয় না। তারা কেউ একে অপরকে সহ্য করতে পারে না। তাই দুজনের দেখা হওয়া মাত্র শিকারের চিন্তা ভুলে নিজেদের মধ্যে মারামারি লেগে গেল। তাদের মারামারি দেখার জন্য গর্তের ইঁদুররাও বেরিয়ে এল। যেই না ইঁদুররা গর্ত থেকে বেরিয়ে এল অমনি সাপ আর বেজি মারামারি ফেলে ইঁদুরদের উপর ঝাঁপিয়ে পড়ল।
উপদেশ: স্বার্থের সময় শত্রুরাও বন্ধু হয়ে যায়
0 coment�rios: