ডোবার ধার দিয়ে যেতে যেতে এক ব্যাঙের ডাক শুনে সিংহ থমকে দাঁড়াল: কি আওয়াজ রে বাবা, কার রব এরকম-- সে জন্তুটা না জানি কত বড়, কত ভয়ংকরই না হবে! দেখাই যাক না কেমন সে।
একটু পরেই ডোবা থেকে ব্যাঙটা বেরিয়ে এর। তাকে দেখামাত্র সিংহ ছুটে গিয়ে এক পা দিয়ে তাকে পিষে মারতে মারতে বলে উঠল এতোটুকু জীব, তার গলার আওয়াজ কত বড়!
উপদেশ: যারা নিজেরা ছোট হয়েও গলাবাজিতে নিজেদের বড় বলে জাহির করতে চায়--তাদের এই দশা হয়। দুর্বলের গলাবাজী অনেক সময় তার মৃত্যু ডেকে আনে।

0 coment�rios: