বাচ্চা ব্যাঙেরা মাঠে এক ষাঁড়কে চরতে দেখে এসে তাদের মাকে বলল, মা, মাছে আমরা এক জানোয়ার দেখে এলাম, তার ইয়া বড় তার পেট তোমায় কি বলব?
--কি বললি--সে আমার চেয়েও বড়?
--কি বলছ মা তুমি, সে তোমার চেয়ে অনেক, অনেক বড়।
মা ব্যাঙ তখন তার পেটটা ফুলিয়ে বলল, এই এত বড়?
--হাসালে তুমি মা, এ তার একশো ভাগের এক ভাগও না।
মা ব্যাঙ তখন তার পেটটা আরও ফুলিয়ে বললে, চেয়ে দেখ এবার, এত বড়?
--পাগল হয়েছ তুমি মা, তুমি হাজার চেষ্টা করলেও তার মত বড় হতে পারবে না।
বাচ্চাদের এই কথা মূনে মা ব্যাঙ রেগেমেগে তার পেটটা আরও বড়, আরো বড় করে ফুলাতে লাগল। শেষে পেট ফেটে মারা গেল।
উপদেশ: ছোট হয়ে বড়র, দরিদ্র হয়ে ধনীর অনুকরণ করতে যাওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা।
0 coment�rios: