শীতকাল। পথে একটা সাপ শীতে জমে একেবারে কাঠ হয়ে পড়ে আছে দেখে এক কৃষকের বড় মায়া লাগল। সে সাপটাকে পথ থেকে নিজের বুকে তুলে নিয়ে জামা-কাপড় দিয়ে ভাল করে চেপে পথ চলতে লাগল। এদিকে কৃষকের বুকের বুকের গরমে নিজের অসাড় ভাব কেটে যেতেই সাপের স্বাভাবিক স্বভাব ফিরে আসতেই সে কৃষকের বুকে বসাল এক ছোবল। মরবার আগে কৃষক নিজের মনেই দুঃখ করে বললে, মূর্খের মত শয়তানকে যেমন আমি দয়া করতে গিয়েছিলাম, তারই ফল ভোগ করতে হল আমার।
উপদেশ: অপরের কাছ থেকে অনেকের উপকার পেলেও অপকারীর স্বভাব পাল্টায় না।
0 coment�rios: