Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

সমুদ্র যাত্রীরা জাহাজে সময় কাটানোর জন্যে অনেক সময় কোন কুকুর বা বানর সঙ্গে নিয়ে যায়। এক যাত্রী একবার এই রকম একটা বানর নিয়ে জাহাজে উঠলেন। জাহা...

বানর ও শুশুক

সমুদ্র যাত্রীরা জাহাজে সময় কাটানোর জন্যে অনেক সময় কোন কুকুর বা বানর সঙ্গে নিয়ে যায়। এক যাত্রী একবার এই রকম একটা বানর নিয়ে জাহাজে উঠলেন। জাহাজটা আফ্রিকার উপকূলে সুনিয়াম অন্তরীপের কাছাকাছি এসে ডুবে যেতে যাত্রীরা সব তা থেকে লাফিয়ে জলে পড়ে সাঁতরাতে আরম্ভ করল, সেই সঙ্গে বানরটাও।

এক শুশূক বানটাকে মানুষ মনে করে তাকে পিঠে করে নিয়ে সাঁতরে ডাঙায় উঠল। এথেন্সের বন্দর পিরাইউসে এসে সে বনরটাকে জিজ্ঞাসা করল, তুমি কি এথেন্সের লোক?

বানর বলল, তা তো বটেই, তা ছাড়া আমার বাপ মা এথেন্সের নাম করা লোক।

--পিরাইউসের নাম শুনেছ  তুমি?

বানর ভাবল পিরাইউস বোধহয় কোন লোকের নামই হবে, তাই সে অমনি সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বলছ তুমি, নাম শুনব না? সে যে আমার এক অন্তরঙ্গ বন্ধু!

এই ডাহা মিথ্যে কথাটা শুনে শুশুক ভীষণ রেগে গিয়ে বানরটাকে দূরে গভীর জলে ছুঁড়ে ফেলে দিল, যাতে সে সেখানে ডুবে মরে।

উপদেশ: আসল ব্যাপার না জেনে মিথ্যে বলে যারা অপরকে ধোকা দিতে চায় তাদের ভাগ্যে কি আছে তাই দেখানো হয়েছে এই গল্পে। মিথ্যার আশ্রয় বাঁচার পথ নয়।

0 coment�rios: