Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

দোল দোল দোল-- খোকা দোলে, তেঁতুল গাছে বাদুর ঝোলে! ধিন ধিন ধিন-- খোকা নাচে, ‘না তিন তিন’ নুপুর বাজে। নাচে কাঁদা তুড় তুড় তুড়, দামা বাজে গুড় গুড়...

ছড়া: খোকার নাচ

দোল দোল দোল-- খোকা দোলে,
তেঁতুল গাছে বাদুর ঝোলে!
ধিন ধিন ধিন-- খোকা নাচে,
‘না তিন তিন’ নুপুর বাজে।
নাচে কাঁদা তুড় তুড় তুড়,
দামা বাজে গুড় গুড়া গুড়!

0 coment�rios: