একজন সাধু ব্যক্তি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এখানে ঘোরেন, ওখানে ঘোরেন। লোকজনের সঙ্গে কথা বলেন। মানুষের উপকার করার চেষ্টা করেন।
ঘুরতে ঘুরতে একদিন দেখলেন, পথে একটা কুকুর প্রায় মরা মরা অবস্থায় পড়ে আছে। কুকুরটা পানির পিপাসায় বড়ই কাতর।
কাছেই ছিল একটা পানির কুয়া। কিন্তু সেখানে পানি ওঠানোর কোনই ব্যবস্থা ছিল না। লোকটি সঙ্গে সঙ্গে মাথার পাগড়ি খুলে ফেললেন। পাগড়ির সাথে টুপি বেঁধে সেটা নামিয়ে দিলেন কুয়ার মধ্যে। এতে সামান্য একটু পানি উঠল।
ঐ পানি পান করিয়ে তিনি কুকুরটার জীবন রক্ষা করলেন। একজন পথিক তাকে জিজ্ঞাসা করল--ভাই, অবলা জীবটির জীবন রক্ষা করার জন্য আপনি নিজের পাগড়ি-টুপি নষ্ট করে ফেললেন?
লোকটি বিনয়ের সঙ্গে জবাব দিল-- যার জীবন আছে তার প্রতি আমাদের দয়া দেখানো উচিৎ। প্রকৃতি-রাজ্যে কত বিচিত্র প্রাণী রয়েছে-- সকলের জন্যেই আমারদের ভালোবাসা থাকা প্রয়োজন।
হ্রদয় ছাড়া একজন মানুষ কখনই বড় হতে পারে না।
0 coment�rios: