পশুদের এক সভায় খরগোশরা তাদের বক্তৃতায় বলছিল,-- ভোগ্যের ভাগ সবারই সামন হওয়া উচিত।
শুনে সিংহ বলল, কথাটা বেশ বলেছ কিন্তু এ পেতে হলে তোমাদের মতো নরম তুলতুলে পা হলে চলবে না, আমাদের মত নখর থাকা চাই আর থাকা চাই মজবুত ধারাল দাঁত।
উপদেশ: ঈশ্বর যখন সবাইকে সমান করে গড়েননি তখন নিকৃষ্ট উৎকৃষ্টের এবং দুর্বল সবলের সমান ভাগ পাবে এ আশা করা বাতুলতা।
0 coment�rios: