Home Top Ad

Responsive Ads Here

Search This Blog

এক সিংহ আর এক শেয়াল শিকারে বেরিয়েছে। সিংহ শিকার করছে তার গায়ের জোরে, আর শেয়াল করছে পায়ের জোরে দৌড়ে। এমনি করে শিকারে কিছুক্ষনের মধ্যেই বেশ কি...

সিংহের ভাগ

এক সিংহ আর এক শেয়াল শিকারে বেরিয়েছে। সিংহ শিকার করছে তার গায়ের জোরে, আর শেয়াল করছে পায়ের জোরে দৌড়ে। এমনি করে শিকারে কিছুক্ষনের মধ্যেই বেশ কিছু জন্তু মরলে তারা এবার ভাগ করতে বসল। এ কাজটি সিংহ নিজের হাতে নিয়ে যা পাওয়া গিয়েছিল তা তিন ভাগ করে শেয়ালকে বলল,--আমি বনের রাজা বলে প্রথম ভাগটা আমি নিচ্ছি, দ্বিতীয় ভাগটা পাওনা আমার--শিকারে তোমার অংশাদার হিসেবে, আর যেটা রইল সেটা যদি তুমি নিজে থেকেই ছেড়ে না দাও, তাহলে তোমায় মহা বিপদে পড়তে হবে কিন্তু তা আগে থাকতেই বলে দিচ্ছি।

উপদেশ: নিজের চেয়ে বেশী শক্তিশালী লোকের সঙ্গে যৌথভাবে কোন কিছু করতে গেলে শেষে পাওনার বেলায় প্রায়ই ঠকতে হয়। দুর্বলে বলবানে যৌথ কাজ চলে না।

0 coment�rios: